নগ্ন হয়ে আয়নাতে দাঁড়িয়ে -
পশ্চাৎ ফিরে দেখি, দেশ ভয়ঙ্করভাবে দুইভাগে বিভক্ত!
আতঙ্কে সম্মুখ ফিরতেই দেখি -
নিজ সিদ্ধান্তে অটল হয়ে দাঁড়িয়ে মূলজন!
সর্বনাশ! নিরুপায় বাংলাদেশ, অসহায় স্বাধীনতা!
আর কতবার ধর্ষিত হবে তুমি।
প্রিয় মাতৃভূমি!
ক্ষমা চাই, চরণ চুমি।