একাকী জীবন তোমার,
ঝরাপাতার মতো স্মৃতির স্বপ্নে উড়ে বেড়াও হয়তো!
অঙ্গজুড়ে লেগে থাকা প্রেম স্পর্শে,
হারিয়ে ফেলা প্রেম সুধায় ডুবে যাওয়া কখনো!
বিরহের তিক্ত যন্ত্রণায় কাতরায় জীবন,
কাতর তোমার দেহ ও মন।
স্মৃতির বাগানে নতুন প্রেমের ফুল ফোটাতে চাই,
আমি আগন্তুক!
আদর্শে অনুগত ভ্রমর হবো,
পবিত্র প্রেমের হরেক ফুলে ভরিয়ে তুলবো তোমার জীবন,
স্মৃতির বারান্দায় ছবি হয়ে থাক না ছায়াগুলো!
প্রদীপ জ্বেলে স্মরিও তাহাকেও আমার ফোটানো প্রেমের ফুলে!
চিৎকার করে বলছি, কিঞ্চিৎ প্রেম দাও প্রিয়,
বিনিময়ে আমি নিজেকেই উজাড় করে দিবো,
তোমার সুখ ফেরাতে যতটুকু প্রয়োজন!
নিজ অঙ্গ কেটে তোমার প্রেমের পূজারী হবো,
মরে যাবো তোমার রূপ সমুদ্রে ডুবে,
একটু আশ্রয় দিবে প্রিয়তমা, খানিক শুশ্রূষা!
- ২৬/০৭/২০১৭ইং, বেলা ১টা, ঢাকা।