১।
তোমার অভিমানী কথাগুলি আমি সয়ে যাই,
হাসি মুখে,
সুখে দুখে।

আমার অঙ্গে সহে না যে!
আড়মোড় ভেঙ্গে প্রতি অঙ্গ নীরব প্রতিবাদে জাগে,
ক্রোধে নয়, ভালোবাসার অনুরাগে।

২।
ও মেয়ের ঘাম ঝরাবো,
আমার নিখাদ মায়া ঝরিয়ে!
অতঃপর আদিম অসীম সুখ।