ক্রমশঃ ক্লান্ত কোকিলের ডাক থেমে যাবে,
কমে আসবে দীপ্ত রবির তেজ।
শ্যামল মাটির প্রান্তে হারিয়ে যাবে পৃথিবী,
অন্তরে রবে তোমার প্রেম রেশ।
বর্ষার অবিশ্রান্ত বারিধারা যখন হবে শেষ,
পাতায় পাতায় জাগবেনা শিহরণ।
রঙিন আবেশের কল্পনায় হারিয়ে যাবো,
তখনো তোমাতেই হারাবে মন।
শীতের কাঁপনে স্থবির হয়ে যাবে পৃথিবী,
হিমেল হাওয়া লুটে নিবে ফুল।
তখনো আমার খুব মনে পড়বে তোমায়,
স্মরণে হবেনা বিন্দু মাত্র ভুল।