নারীর মাংসপেশী চর্বিতে আজন্ম অধিকার পুরুষের,
সভ্যতা মুখোশ মাত্র,
প্রকৃত সভ্যতা আদিম হিংস্রতায়।
হাল জামানায় মানুষ কোথায়!
মনুষ্যত্ব বহুদূর,
কাপড় খুলে দেখি নারী পুরুষ স্বার্থান্বেষী।
তৃতীয় লিঙ্গ রমরমা এক ব্যবসা,
অহেতুক অশ্লীল গালি গালাজ,
ওরাও মুখোশ পড়েছে আজ।