একজন পুলিশ প্রেমিক,
প্রেয়সীর সর্বাঙ্গ থেকে শাড়ী খুলে খোঁজে-
কোন গহবরে অপরাধ সংঘটিত হয়!
উন্নত বক্ষযুগলে সন্দেহের চোখে তাকিয়ে দেখে,
দম নামক অপকর্মের উঠানামা।
কী জানি লুকানো আছে কিনা হাতবোমা!
এ যে প্রেমিক,
ক্ষমতার ওজন চাপায় তথাকথিত লুচ্চা নয়!
আসল পুরুষ ওরাই হয়।
দয়াল মানবে যত ভয়,
কী জানি কি হয়,
দুনিয়াটা যে ছলনাময়।