ন্যাকা মেয়ে ন্যাকা সুরে,
কতজনে কান্দে,
ন্যাকামো করে সে যে,
অভিযোগ বান্ধে।
ভালো মেয়ে ন্যাকা নয়,
তবে কেন কান্না!
ন্যাকামিতে হয় নাকি,
আলু ভাত রান্না!
ন্যাকামি করে তোর,
বাছাটাও কান্দে।
ন্যাকামির আঁচলেতে,
ধরে তারে টান দে!
ন্যাকো ন্যাকা জোড়া জোড়া,
হতাশায় বন্দী,
ন্যাকো আর ন্যাকাতে,
হয়েছে যে সন্ধি।