ও মেয়ে তোর ন্যাকামি,
ভাল্লাগেনা জ্যাঠামি,
আর কত রে চামচামি!
ও মেয়ে তুই নিজেই মা,
চাল ভেজে তাই মুড়ি খা,
নিজের পানে একটু চা!
ভাই কেন তোর চাচ্চু হয়,
এসব কিন্তু ভালো নয়,
ভাবে কেন করিস ভয়!
মেয়ে তুই কাউয়া চালাক,
দেখাস শুধু আলোক ঝালাক,
বুঝিয়ে দিস মৌয়ের চাক।
ও মেয়ে তোর গালেতে চড়,
আজ ছাড়াবো ন্যাকার আছড়,
দূর হয়ে যা ন্যাকার ভর!