কষ্টগুলো সুতোয় গাঁথা মালার মতো,
একটার পর একটা গেঁথে আছে।
স্বপ্নগুলো রঙিন বেলুন,
আকাঙ্ক্ষার আকাশে উড়ছে তো উড়ছেই!
দুঃখগুলো মরুর উত্তপ্ত বালু,
স্পর্শে মুহুর্তে ঠোসা পড়ে যায়।
সুখগুলি সুসময়ের কাঙাল,
উত্তেজনায় থরথর করে কাঁপছে।
বেদনাগুলো নাগিনীর বিষাক্ত দাঁত,
যার ছোঁবলে মৃত্যু নির্বাসন সুনিশ্চিত।
আনন্দগুলো ক্ষুধার্ত কোন এক প্রাণ,
নেড়ি কুকুরের মতো আর্তনাদ করছে।
আপন মনে প্রশ্ন করি দায়ী কে?
উত্তর খুঁজে পাই, বড়ো বেশী দায়ী সে,
ভালোবাসার বাণিজ্যিক চাষ করে,
সুকৌশলে চারপাশে ছড়িয়ে রেখেছে যে।