আমি ডাকি খুব ভোরে,
তুমি ডাকো সাঁঝে।
বুঝি নাতো কিযে ফাঁক,
দু'জনার মাঝে।
ভালোবেসে আমি দেই,
সুখের স্পন্দন,
তুমি দাও বারে বারে,
অনাহূত ক্রন্দন।
আমি চাই দুজনায়,
স্বপনেতে উড়তে,
তুমি চাও আগুনেই,
পুড়তে ও পুড়াতে।
আমি ভাবি কাছে থাকো,
তুমি ঠেলো দূরে,
কভু ডাকো জ্বালা হয়ে,
বিরহের সুরে।
ডেকেছিলে কেন তবে,
একবার বলো না!
কভু দেখি জমা প্রেম,
কখনো বা ছলনা।