মুঠোমুঠো ব্যর্থতায় তলিয়ে যাচ্ছি,
কিছুদিন যাবৎ নিজের ছায়ার সাথে মিশে আছি!
সুস্পষ্ট দহন কাল।
চুপচাপ কাব্য আর জীবনসঙ্গীতে খুঁজি মুক্তিপথ,
ভীরু পলকে চেয়ে দেখি,
অনাগত সময়ের চৌকাঠে হতাশার আস্ফালন!
অশ্রুঝরা দৃষ্টি ঝাপসা হয়ে আসে,
শিশিরসিক্ত ভোরেও হৃদয়ে উষ্ণতা অনুভূত।
এলোমেলো ভাবনার জ্বালাপোড়া!
দাঁড়িপাল্লায় ওজন করি জীবন দ্বীপ,
অন্তরে অতীত স্মৃতি হানা দেয়,
মগজে এক গুচ্ছ তারই স্মারক।
বড্ড অসময়ে আমি!
বড্ড অসহায় আমি।