হারাতে যদি হয়,
হারিয়ে যেও নিজের সময়ের কাছে।
মনটাকে রেখে যেও,
এই মনেরই পাশে।

যতনে রাখিবো তোমারই মন,
প্রাণের পরশে নিলাম কসম।
ইচ্ছে হলেই ফিরে এসো,
আরোও একবার শুধু আমাকেই ভালোবেসো।