বাঁশঝাড়ের প্রতিবেশী হবো,
বুড়ো বুনো অশ্বত্থের মায়ার ছায়ায়,
শিশির সিক্ত দূর্বাঘাস পরম মমতায় বুকে জড়িয়ে,
ক্ষুদ্র মাটির ঘরে শূন্য হাতে,
হতেই হবে যে!
হবোই! যথাসময়ে।
দয়াল ফরমান করবেন জারি,
বিচ্ছেদ শোক জগৎ বাড়ী।
চলমান জীবনে -
নিবিড় উষ্ণতায় মিশে থাকে,
কষ্টের কান্নারূপে বৃষ্টির জল,
সুখ উল্লাসে জোসনার আলো,
অতঃপর অমাবশ্যার মৃত্যুলীলা!
সমাপ্ত জীবনের খেলা।