পর পুকুরে বড়শি ফেলে,
শিকার খুঁজে বোকারাম।
ধরা খেয়ে বোকায় বলে-
ভুল হয়েছে "কান মল্লাম"।
নিজের ঘড়া রেখে ভরা,
পরের ঘড়ায় নজর দেন।
দুষ্টু বোকার স্বভাব এমন,
অল্প পেলে অধিক নেন।
নুন জলে গুড় মিশিয়ে,
ফন্দি আঁটে বোকারাম।
বিপদ বুঝে হাঁঁক দিয়েছি,
ওরে বোকা এবার থাম।
বোকায় বোকায় জোট হয়েছে,
লাঠি ঝ্যাঁটা হাতে লন।
সকল বোকাই পালিয়ে যাবে,
একটু প্রতিবাদী হন।