অনেক দিন একটা পথে হেঁটেছি দুজনে,
চ.বি সমাজ বিজ্ঞান অনুষদ থেকে পুরনো শামসুন্নাহার।
ছায়াময় বিকেলগুলি মনে পড়ে ক্ষণে ক্ষণে,
সেন্ট্রাল মাঠ, আইন অনুষদের ঝুপড়ী, কাটা পাহাড়ের ভেজা পথ...।
বৃষ্টির হাত ধরে নিঃশব্দে দু'জনে ভিজেছি কত!
আজ এই অবিরাম ধারায় মনে পড়ে স্মৃতি আছে যত।
খুব জানতে ইচ্ছে করে, কোথায়, কেমন আছো?
ঠিক ভালো আছো তো!
চোখের লোনাজলে ভিজে যায় গণ্ড,
তুমিহীনা আমিও যে ভালো নেই এক দন্ড!