এক ছিলো বোকারাম,
আমাদের ঘরে।
অযথাই প্রেমে পড়ে,
নিজেই মরে।
হাওয়ায় হৃদয় ছুঁড়ে,
চোখ করে বন্ধ।
নিশ্বাস ছাড়ে বোকা,
কারো প্রেমে অন্ধ!
ভাবনায় বোকা তাকে,
জড়িয়ে ধরে।
আজগুবি বাধা পেয়ে,
অভিমান করে।
কামনায় জ্বলে বোকা,
কোমল সুরে।
একটি সুযোগ চায়,
চায় বাহুডোরে।
বোকা করে আক্ষেপ,
বলে শুভকামনা।
সান্ত্বনা নিজ মনে,
কোন পাপ ছিলোনা।
খোদার কসম করে,
ছাড়বেনা তাহাকে।
দেখা হলে বুঝাবে,
বিচার বলে কাহাকে!
সহজ সরল মনে,
বোকা করে আকুতি।
মনের কথা মুখে বলি,
তাতে কার, কী ক্ষতি!
কষ্টকে ভয় পায়,
ভালোবাসা মুখে।
আজগুবি চুমু দিলে,
ভুলে সব সুখে।
ছুঁড়ি, বুড়ি ব্যবধান,
বোঝেনা বোকা!
অবশেষে বোকা তাই-
খেয়েছে ধোঁকা।
মধ্য বয়সী রমনীতে,
প্রেম বেশী জাগে!
এমন প্রেমই বোকা,
নিয়ত মাগে।
ঠোঁট মেপে চুমু প্রেম,
করে যায় বোকা।
অভিজ্ঞ প্রেমিক সে,
নয় কিন্তু খোকা।
ভালো লোক বোকারাম,
অতি আপজন।
শুভকামনা বোকার জন্যে,
একটু শান্ত হন।