চোখে জল!
জানতো, আহ্লাদে ঢং এর পানি আসে আমার চোখে!
বুকে ব্যথা!
নাহ! ও কিছুনা ওটাতো গ্যাষ্ট্রিকের জন্য!
কিছুই খেতে পারছি না!
এই দেখো কত্ত খাবার নিয়ে বসে আছি!
ঘুম হয়না রাতে!
কোল বালিশ জড়িয়ে শুয়ে আছিতো আরামেই!
পুনশ্চঃ-
খাঁ খাঁ রোদে হৃদয় জুড়ে চৈত্র-মাসের খরা,
বুকের ভিতর অতৃপ্তিতে মন পাখিটা মরা।