সোডিয়াম আলো জেগে থাকে,
জেগে থাকে রাস্তার কুকুরও!
লিপিস্টিক মেখে নষ্ট মাংসের ফেরীওয়ালী নামে পথে,
শীতের রাত,
উষ্ণতার পরশ পরম চাওয়া।
পাশে আধ খাওয়া চায়ের কাপ,
হাতে জ্বলে নিকোটিন,
আর এক গ্লাস অন্ধকার!
কবিতা লিখে দুঃখ বিলাসী ফেরার।