কে তুমি?
আমি গণতন্ত্র!
আমি সৈনিক!
জীবনের শেষ পর্যন্ত
রক্ষা করি গণতন্ত্র!

আমায় হাসালে!
হে সৈনিক!
এদিকে এসো!
শিখো! গণতন্ত্রের নিয়ম কিছু!
ছুড়বে বুলেট প্রশান্তিময় বুকে!
বৃষ্টির মত আম জনতার ঝাঁকে!
যুবক মহিলা শিশু বৃদ্ধ পাবে যাকে!

তোমার সহায়তায় হবে শকুন আরো হিংস্র!!
বুঝলে সৈনিক আজ কাল এটাই গণতন্ত্র!

সৈনিক!! আরো একটু রয়েছে বাকি!
রাতের আঁধারে মারো!
শান্তিকামী নিরস্ত্র জনতা শত সহস্র!
লাশ করো গুম!
এইতো গণতন্ত্র!!