কিশোর বেলায় প্রিয় টি-শার্টের বুক জুড়ে-
আঁকিয়েছিলাম তাঁর নাম বড় যত্ন করে,
হারিয়ে ফেলেছি তাঁরে।
তবুও কেনো জানি!
একেবারে একান্ত নিজের বলে-
আগলে রেখেছি।
টি শার্টের বুক জুড়ে নয়!
আমার অন্তর জুড়ে।
সেই হারানো দিনের কথা-
সেও কি ভাবে!
ঠিক আমার মতোই!
যেখানে এখন আমি দেবদাস,
আর সে আমার পার্বতী।
সোনায় মোড়ানো এক পাহাড় স্মৃতি।
পুনশ্চঃ একটা চন্দ্রমুখীও আছে আমার।
সে আমার প্রেম নয়, আজন্ম অধিকার।