রঙ্গীন ঘুড়ির মত কবিতা উড়ে বেড়ায়,
আমি চেয়ে চেয়ে দেখি বেকুবের মতো।
অনেকটা গাধার মতোও!
ঘোলা করে জল খেতে ইচ্ছে করে।
তারপর গদা দিয়ে নিজের মাথায় আঘাত।
ঘিলু বলে কিছু নেই আমার মাথায়,
কিচ্ছু নেই।
সব গোবর!
গরুর উর্বর লাদি।
ভিতরে জমা হয় কষ্টের ক্ষোভ,
লিখে ফেলি আরও একটি কবিতা-
সরি,কবিতা নিয়ে ফাজলামো চলেনা।