মেয়ে তুমি দেবদাসের পার্বতী,
সঞ্চিত ভালোবাসার ঋণখেলাপী!
মেয়ে তুমি, মজনুর লাইলী,
অবুঝ প্রেমের কাঙ্গালিনী।
মেয়ে তুমি, ফরহাদের শিরি,
ব্যর্থ প্রেমে মাদক চুরুট বিড়ি।
মেয়ে তুমি, শাহজাহানের মমতাজ,
পয়সা উড়িয়ে অকাট্য অকাজ।
মেয়ে তুমি, ইউসুফের জুলেখা,
প্রেমের উল্টোপিঠ দেখা অদেখা।
মেয়ে তুমি, আশিকের প্রিয়া,
ডেবিট ক্রেডিটে প্রেম দরদীয়া।