আমার চোখে জল দেখে ,
কখনো তোমার মনে ভালোবাসা যেন না জাগে।
তাকে তুমিও ভালোবাসা বলিও না,
স্রেফ করুণা ভেবে সব ভুলে যেও।
এ সবই পরিবর্তনশীল,
আজ আমি কাঁদতে জানি।
কাল ভুলেও যেতে পারি,
কাল আমার দুঃখ না-ও থাকতে পারে।
আর তাই-
আজকের জন্যে নয়,
অনন্তের ভালোবাসা চাই,
শুধু একজন তোমার কাছেই।
যদি ভালোবাসো,
ভালোবাসার জন্যেই ভালোবেসো।
পরম আনন্দে,
একান্ত নিজস্বতায়।