কেউ দেখে ফেলার শংকায়,
নিষিদ্ধ বাসনার আবেগ গিয়েছি চেপে,
অঙ্গে জেগেছে প্রেম হিংস্রতায়।
সে বড় মধুর প্রেম,
অপূর্ণতার দহণে নিয়ত জ্বলে,
অবুঝ প্রেম তবুও
কাঙ্খিত সে পূর্ণতার কথা বলে।

আবদ্ধ ঘরে দুজনায়,
শুয়ে ভাগাভাগি এক শয্যায়।
নিথর অধিকারের আবেগ।
সে প্রেম বড়ই বিচিত্র,
মুখে বলছি এক প্রেমের কথা,
ভাবনার দরজায় কড়া নাড়ে আগন্তুক কেউ!
কাছে পেয়েও অপূর্ণতায় কাঁদে প্রেম।

আমি, তুমি, অতঃপর সেও।