নিজেকে খুঁজতে এসেছিলে -
আমার ঠোঁটের ভাঁজে।
ভালোবেসে গৌরব করতে শিখিয়েছিলে।
সেই থেকে পরিষ্কার আমার প্রেম,
কেবলই আমার।
দুঃখ, কষ্ট, যন্ত্রণা,
সবকিছু উপেক্ষা করে ভালোবেসেছি,
আত্মা মিশিয়েছি আত্মার গহীনে।
আমার প্রেম এমনই পবিত্র -
শুধু এক তোমাকেই হৃদয়ে রাখি।
এইবার তুমিও ভালোবাসো,
আমাকেই ভালোবাসো।
হৃদয় উন্মুক্ত করো,
চড়াই উৎড়াই পেরিয়ে তোমার জলাভ মোহনায়,
আমি সুখের সাঁতার কাটতে চাই।