আকাশের বুকে ছেঁড়া ছেঁড়া বরফের মতো মেঘ,
যাযাবরের মতো ঘুরে বেড়ায়।
সমুদ্র থেকে একরাশ নীলের তরল তুলে,
আকাশের বিশাল ক্যানভাসে-
সাদা মেঘের পৃষ্ঠায় লেখা হয় প্রিয়ার চিঠি।
নীল স্বপ্নেরা জড়ো হয়,
প্রিয়ার আঙিনায়, উঠোনে,
খোলা জানালায়।
বাইরে এসো প্রিয়া,
জানালা খুলে দেখো।
সাদা মেঘের বুকে নীলের আঁচড়ে লেখা শরতের চিঠি।
নদীর বাঁকে চর, ফুলে ফুলে শুভ্রতার ঝলক।
শরৎ এর সাজে দেখবো দু'জনে বাংলা মায়ের মুখ,
প্রিয়া, আজ আমার সাথে সমুদ্র স্নানে যাবে?