(এক)
ফাঁকা গ্লাস, ভরা দেহ,
দু'জন দুদিকে,
কারও নই কেহ।
(দুই)
দু 'চোখে নোনাজলের ঢেউ!
আজ জানলাম -
আমি নই তোমার কেউ।
(তিন)
আলাদা ঘুড়ি নাটাই,
ভিন্ন আকাশ তোমার আমার,
কোথায় দেবো তোমাকে ঠাঁই।
(চার)
বিষাক্ততাই সই,
জানা তো গেলো,
আমি আর তোমার নই