যখন আকাশে উঠে মাঁয়াবী চাঁদ,
স্বপ্নের রাজ্যে মন হারায়,
জোসনারা আলো-আঁধারে লুটোপুটি খায়।
না পাওয়ার যন্ত্রণা থাকে মনে,
হৃদয়ের ঝড় থেমে যায়,
সুখের আলিঙ্গনে কষ্ট উপশম প্রলেপ পায়।
ব্যথার কাব্য লিখা হয় শেষ,
নতুন ছন্দ আসে কবিতায়,
স্মৃতির দাগ মুছে রঙ্গীন স্বপ্নের বাসনায়।
ভোরের আলো এসে জাগায় আশা,
কল্পনার জগৎ ভাসে ভালোবাসায়,
নষ্ট সময়গুলো তোলপার করে তায়।