ভালোবাসার জন্যে ভালোবাসা,
মিষ্টি আড্ডার জন্যে ভালোবাসা,
চাঁদনী রাতে জেগে থাকা মুগ্ধতায় ভালোবাসা,
জোছনায় কল্পনার দৃষ্টিতে চেয়ে থাকা ভালোবাসা।
আমি আঁকিনি রং তুলিতে,
তবুও সবকিছু দেখার পর-
বৈঠকঘর,পদ্মার বাঁধে জোছনাশোভা আর জেগে উঠা চর,
হৃদয় এঁকে নিলো!
আমি গাইনি গান, বুঝিনা সুর,
তবুও এসব দেখার পর-
টি বাঁধের খাটানো তাবু , প্যারিস রোড, পদ্মার বুকে সাজানো ডিঙি,
প্রাণ আমার বেসুরো সুরে "ভালোবাসি" গেয়ে উঠলো।
আমি কবি নই,
তবুও ঘুরে দেখা পর-
রাজবাড়ী রাণীর ঘাট, ছোট সোনা মসজিদ, আম্র কানন,
এক মহাকাব্য রচিতে চায় আমার মন!
মহানুভবতা বুঝিনি কখনই,
তোমাকে দেখার পরে,
রসাল, লিচু আর সমঝদারি আপ্যায়নে সীমাবদ্ধতা ছাড়িয়ে পুর্ণতায় বুঝে নিলাম।
ভালোবাসা তোমাকে, বিনম্র শ্রদ্ধা নিরবধি।