*
আখপোকা মেশিনে পিষে,
তেতো রস কড়া মিঠে,
গ্রীষ্মের রোদে।

*
কতো রসাল ফলের সমাহার,
এই গ্রীষ্মের সরেশ আহার,
টক মিষ্টি রোদের বাহার।

*
ওরুমের সাইজের এক একটা মাছি,
ছোট ছোট পিঁপড়ে,
চিনির সাথে মিশে বিশুদ্ধ শরবত।