খুব বেশি মনে পড়ছে তোমায় আজ,
হঠাৎ করেই মনের কোণে নাড়া দিয়ে উঠেছে পুরনো দিনের স্মৃতি,
প্রাণে বয়ে যাচ্ছে স্নিগ্ধতার বাতাস।
তোমার সঙ্গে কাটানো এক একটি মুহূর্ত,
কতো স্বপ্ন, কতো ভাবনা, কতো মিথ্যে কথা, অজস্র কতো ঘটনা।
কোথায় হারালে, আমাকে একা ফেলে!
আমার চারপাশে অসীম শূন্যতা আজ,
শুধু তুমি নেই বলে।
নিজের কষ্টটা পাথর চাপা দিয়ে সবার সামনে হাসছি,
বেশতো দিব্যি ভালোই আছি।
ভালো আছি, ভালো থাকতেই হবে,
নিজের মনেই শপথ নিই।
নির্ঘুম রাত,
নিয়ম হয়ে দাঁড়িয়েছে,
রাতের নিঃস্তব্ধতা বন্ধুত্ব পাতিয়েছে।
নিঃস্তব্ধ শূন্য চোখে চেয়ে থাকা।