মনে পড়ে তোর সখি,
সেই হারানো দিনগুলি!
ছুঁয়ে দেয়া তোকে আলতো করে,
আমার সেই প্রথম ভালোলাগা তুই।
মনে কত স্বপ্নের উড়াউড়ি,
ক্লাসের ফাঁকে কিংবা ক্ষণিক বিদায় বেলা,
বারবার তোকেই শুধু দেখতাম।
সময়ের জটিল অংক মেলাতে গিয়ে,
দু'জন এখন অনেক বেশী দূরে।
হয়তো এখন অন্য বুকে,
জামার বোতামের ফাঁকে নতুন স্বপ্নের ঘ্রাণ।