ক্ষণে ক্ষণে শুধুই হাসে,
তাই সে হাসির বাগান।
একটুখানি কিছু চাইলে
দিতে চায় যে জান।
হাসি মুখে ছুটে চলা,
নেই যে কোন ছল।
মুখের দিকে তাকিয়ে দেখি,
হাসছে অবিচল।
আরে পাগলী এতো হাসি,
কেমনে আসে তোর!
ভাইবোনে মিলে করি,
সকল কষ্ট চূর।
বোনটিকে খুব ভালবাসি,
সদায় ভাবনা মনে।
কি করে তাঁর হাসিমুখ,
দেখবো সর্বক্ষণে।
একটু খানি গোমড়া হলে,
সুখ পাইনা মনে,
এত ভলোবাসি আমি,
তা কি পাগলী জানে!
ওরে আমার হাসির বাগান,
ওরে আমার বোন।
তুই ছাড়া যে এই পরিবার,
অন্ধকার ভুবন ।
সুখে থেকো ভালো থেকো,
আল্লাহ রহম করুন।
সর্বদাই ভাবি মনে,
ভালো থাক আমার বোন ।