যেদিন আমাকে তুমি সত্যিই ভালবাসবে
সেদিন এই সাপটাও নারী হয়ে আমার কথাই বলবে!
বিশ্বাস রাখিও সাপটা একটুও কামড়াবে না
সাপটা বড় হবে
ফণা তোলবে
সাপে সাপে খেলা হবে
কিন্তু কামড় দিবে না।
তুমি অযথাই তর্ক করোনা না
বিশ্বাস রাখো
বিষাক্ত ফণার উপর হাত রেখেও
শুভ যাত্রা শুরু করো সর্পিল পথে।
তুমি হাটলে, সাপ পিছনে হাটবে
তুমি ঘুমালেও সাপটা ফণা তুলে জেগে থাকবে
তোমাকে চালিত করবে সঠিক পথে
কখনো মন্থর, কখনো দূর্বার
দখল হবে যা ছিলো তোমার
অতুল অনন্ত অপার।
বর্ণীল আগ্রহে শুরু হল অনিমেষ ভালবাসার শ্লোগান
আজ সাপের গায়ে তোমার গায়ের সুতীব্র সুগন্ধ।
সাপটা একেবারেই কামড়ায়নি!
ঠিক যেমনটি কথা ছিলো!
অতঃপর কোন একদিন বিশ্বাসের প্রত্যাশায় তুমি উজ্জীবিত
ঠিক তখনি!
দিয়েছে ছোবল তোমার এতদিনের পোষা কাল নাগিণী।
সাপের ছোবলে করলে নীলাভ তোমার ভালবাসার পুণ্যভূমি!
তবে তাকে ভালবাসাই কি ছিলো তোমার পাপ!
নয়তো কেন ভালবাসা হলো বিষাক্ত কাল সাপ!