রাজনীতির আকাশে যন্ত্রণার ঘনকালো মেঘ,
অশুভ কালো হাওয়ায় ছিঁড়ে যাচ্ছে জাতীয় পতাকা।
টিভিতে, বেতারে মিথ্যে আশার কথকতা,
অজস্রবার শুনেছি সেসব কথা, দেখেও বিরক্ত।
নীরবে বাতাসে ভেসে যায় জনকণ্ঠের হা হুতাশ,
কিসের উল্লাসে মেতে আছে প্রিয় বাংলাদেশ।
জেগে থাকা কষ্টের আর্তনাদে কিসের স্বস্তির হুল্লোর,
রাজনীতির ব্যবসায় প্রত্যাহ ঝরে পড়ে অতি সাধারণ প্রাণ।
নদী মাতৃক দেশে দূষিত জলস্রোতে ভাসে নিষ্প্রাণ শরীর,
সবকিছু স্বাভাবিক!স্বাধীনতার শোষণ, ধর্ষণ আর সন্ত্রাস।
অমরত্বের লোভে অহর্নিশি গদি দখলের খেলা খেলে,
সংসদে বাক স্বাধীনতার শ্বৈল্পিক অন্যান্য ব্যাবহার!
নামকরণে আর জবর দখলের মচ্ছবে ব্যাস্ততা,
হাতে হাত ধরে শ্লোগানে সন্ত্রাসে গড়ি অপূর্ব দেশ!
নকল দেশপ্রেমের শোষণের যন্ত্রণায় কাতর মাতৃভূমি,
আমার মতোই সোনার রূপসী বাংলা অসহায় তুমি?