তোমাকে দেখলেই এখন আমার
উচ্ছাসের আলো নিভে যায়।
ইচ্ছেগুলো অসহায় কাতরায়
থমকে যায় হৃদয়ের কোলাহল।
অপূর্ণ বাসনাগুলো হানা দেয় অন্তরে।
তোমাকে পাশে নিয়ে পথ চলবো
সুখ দুঃখ ভাগাভাগি করে নিবো।
হলো না! কেন হলো না!
এখন আর সে প্রশ্ন তুলে কি লাভ!
মাঝে মাঝে জীবন এমনই হয়।