আশার আকাশে মেঘ জমেছে,
জলজ সজ্জায় সজ্জিত।
জলের প্রতিটি বিন্দুতে আজ
আমার দুঃখ কষ্ট আর হতাশার ছায়া বর্তমান।
ফাগুনের বাতাসে করুণ আর্তনাদ,
আমার হৃদয়জুড়ে না পাওয়ার হাহাকার।
স্মৃতির পাতায় নিজেকে উপলব্ধি করি,
হতাশ জীবনের শীঘ্র অবসান চাই।
ঐ যে দূরের আকাশ,
ব্যকুলভাবে আমায় হাতছানি দেয়।
আমি দ্বিধায় পড়ে যাই,
আমার লালিত স্বপ্নের দিকে তাকিয়ে।
ফিরে আসতে চাই নিজের মতোই,
এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞায়, আসুক বাধা যতোই।