দোহাই তোদের!
মিথ্যে আলোর কথা বলিস না তোরা।
বলিস না দেখেছি আশার জ্যোতি,
আলোকিত পথেই এগিয়ে চলেছি!
আমাদের অন্ধকারই সার!
জীবন পথে প্রতি পদে ঝুঁকি।
অজ্ঞাত কারণে,
হায়েনার থাবায় আক্রান্ত আমার দেশ।
পেশী শক্তিতে জড়িয়ে
দু'ভাগে ছিন্ন করে আমাকে।
শক্তির বদলে প্রেমের আহবানে ডেকে দেখ,
ভালোবাসায় তোদের জড়িয়ে নেবো বুকে।