বুকের গহীণে কষ্টের সাগর,
কেউ রাখে না তার খবর।
শুকিয়ে গেছে চোখের জল,
কে রাখে তার খোঁজ, বল!
কোনখানে কষ্টের বাসা,
নিদ্রাহীন প্রতিদ্বন্দ্বী রাতের হতাশা।
জেগে জেগে কাটে প্রতিটা প্রহর,
দীর্ঘশ্বাসে কাল বৈশাখী ঝড়।
ধূলো উড়ে কি তাঁর মনোচরে,
প্রণয়ের আহবানে ডাকি যারে।
নিত্যই ডাকি তাঁরে, ফিরে এসো সখি,
তোমারে যতনে আমার হৃদয়ে রাখি।