তুমি নেই কাছে তাই এতো দেখি
বসন্তের নীড়হারা পাখির চঞ্চল চলাচল।
দিনের শেষে সকল কর্মের অবসানে
খুলে দেখি কবিতার বই।
একটা একটা লাইন পড়ে দেখি
যা যুগে যুগে দগ্ধ করেছে মানুষের হৃদয়কে।
মাটির মতো মনে আজও তার স্নেহের কোমল পরশ
নীরবে নিরবধি বুলিয়ে যায়।
তুমি কাছে নেই তাই এতো দেখি
লাল শাড়ীর আঁচলে বিরহী আল্পনা।
বাতাসে কষ্টের হা হুতাশ শব্দ
ভোরের আলোয় অযথাই ঘাম ঝরা ক্লান্তি।
তুমি নেই কাছে তাই এতো দেখি
আমার কবিতার পাতা জুড়ে শুধুই তোমার নাম।
শত কাজের ভীড়ে তুমি আমার কাব্যমালা
মিশে আছো প্রতিটি কবিতার চরণে।
ফসলের ক্ষেতে সবুজের পাখনা মেলে
তোমার বিচরণ কোন এক কবির হৃদয়ে খেলে।