মনে আমার আজ একটিই শব্দ
একটিই ভাষা "মা"।
সেই দন্তহীন মুখে হাসি কান্নার চিৎকারে
শুধুই মা।
মুখের প্রথম কথা
প্রাণের প্রিয় মা।
আজকের মা ডাকে ফারাকটা
অনেক দূরত্বের।
আজ যখন মা ডাকি
বুকে হাহাকার বায়ুর উল্লাস শুনি শুধু।
ফাঁকা ফাঁকা লাগে
অন্তরে কান্নার ধ্বনি বাজে।
আমার ডাক প্রতিধ্বনিত হয়ে
ফিরে আসে আকাশ হতে।
মেঘ ছাড়াই বৃষ্টি নামে আমার দৃষ্টিজুড়ে
চারদিক ঝাপসা হয়ে আসে।