আগামীকাল আসবে নতুন ভোর,
উঠোনের প্রতিটি কোণায় পৌঁছে যাবে আলো।
প্রতিশ্রুতি দিলাম আমি,
খোদার কসম এমন হতেই হবে।
মসজিদ, মন্দির, গীর্জা আর প্যাগোডায় বিশেষ প্রার্থনা,
সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণে।
অতিষ্ট আজ গোটা জাতি সহ্যের সীমা লংঘিত অনেক আগেই,
এর শেষ হতেই হবে।
মানুষ পোড়া ধোঁয়ায় শ্বাস নিতে পারি না,
দম বন্ধ হয়ে আসে।
মহামারীতে আক্রান্ত আমার দেশ,
দিনে স্বস্তি নেই, নির্ঘুম রাত।
মাত্র খবর পেলাম! সংকট কেটে গেছ,
দুনিয়ার সবচেয়ে সুখী দেশ, আমার বাংলা।
এখানে এসে থেকে যেতে চান অনেকেই,
তাই নিয়ে বড্ড ঝামেলা হচ্ছে।