*
স্পন্দিত বুক নয়,
দেখো প্রজাপতি মন,
দিন ক্ষণ বেছে নয়,  
ভালোবাসো প্রতিদিন প্রতিক্ষণ।

*
মাঝরাতে অগ্নিনাচে,
দেহে ও ঠোঁটে,
তুমি থাক বহুদুরে,
তবুও এমন কেন ঘটে!

*
সময় হলে ডাকবে বলে
বাড়িয়ে আছি পা,
অনেক উদয় অস্ত গেলো
তোমার সময় হলোনা।  

*
বুকের ভিতর তোমার বাস
দমের সাথে উঠানামা
আজ শুধু দীর্ঘশ্বাস।

*
তোমাকে পাবোনা সুনিশ্চিত
মানবো না আমি সামাজিক রীত।

*
আজ কোন কথা নয়
শুধু নীরবতা
ফুলে গন্ধে মিশে থাক
তোমার না বলা কথা।

*
বিশেষ দিনের বিশেষ পিপাসা
এরই নাম ভালোবাসা!