শীতটা ইতি দিয়ে
সুখটা বুকে নিয়ে
এলো বসন্ত।
দুঃখটার পাশ বেয়ে
আনন্দ গান গেয়ে
প্রেম অনন্ত।

ফুলেল সেই গতিধারা
সুবাস উল্লাসে মাতোয়ারা
সব শেষে।
প্রকৃতি দেয় করতালি
ফুল পাখি ফালাফালি
আমার দেশে।