দেখো এ আমারই ভালোবাসা,
কি ধীর পদক্ষেপে চাঁদের আলোর মতো নরম গতিতে
বিক্ষিপ্ত দেহের অভিসারে
নির্বিঘ্ন কামনার রেখাগুলি
কি দারুণ বয়ে নিয়ে।
স্তন তাঁর নিম্ন পাঁজরের কাছে মেদ বাড়িয়েছে।
উরুদ্বয় কী অদ্ভুত!
আমার কামাঙ্গীর সুরা দন্ডটি রুচিহীন
তবুও তাঁর নারীর মান নষ্ট করেনি!
নীরবে বেড়েছে দেহের তিয়াস
বারবার উন্মাদনায়।
পেতে চায় অন্তরের অমৃত স্বাদ
মরণ অবধি পবিত্র কৌশলে।