সালাম, রফিক, জব্বার,
তোরা বাংলা ভাষার প্রাণ।
বাংলাবাসী আজ কেবলই,
গাচ্ছে তোদের গান।
মায়ের ভাষা বাংলা আমার,
তুলনা এর নাই।
তোদের প্রাণের বিনিময়েই,
বাংলা মোরা পাই।
এই ভাষারই জন্য তোরা,
দিয়ে গেলি প্রাণ,
বিশ্ববাসী আজ কেবলই,
গাচ্ছে তোদের গান।