একুশ আসছে,
একুশ!
খোকন সোনা মাকে বলে-
মাইকে বলে একুশ আসছে,
মানেটা কি মা?
মা বলে, একুশ একটি সংখ্যা!
তবে,অনেকের কাছে একুশ মানে
ভীষণতম ব্যস্ততায় একটু অবসর,
একটা ছুটির দিন।
আমোদ প্রমোদ এই আর কী!
একুশ মানে কারো কাছে
বইয়ের সিজন ব্যবসা,
নতুন বইয়ের ভালো কাটতি,
লেখক কবির আনন্দ আর ফুর্তি!
একুশ হলো
কাব্য চর্চায় গলাধরা দিন,
আকস্মিক এক প্রণয় বাজায় বীণ,
বসন্তের ফাগুন হাওয়ায়।
অমর একুশ
মধ্যরাতে নবজাগরণে জেগে থাকা শহীদ মিনার,
চারপাশে আল্পনা,
রাজপথ আর শহীদ মিনার এক অঙ্গন।
শোকের একুশ
দীর্ঘশ্বাসে ভরা ভরা বুক,
নোনাজলে ভাসা গাল,
খালি পায়ের মিছিলে শহীদ মিনারে ফুল।
বাবা! এই আমাদের একুশ
একুশে ফেব্রুয়ারী।
(আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো,
আমি কি ভুলিতে পারি।)