সংকট সমাধানের জন্যে মাত্র দুটি লাশ চাই!
দুটি লাশ!
দুটি স্ত্রী প্রজাতির লাশ!
সাথে একটি বেহায়া ভেড়ার মুণ্ডু কর্তন হোক!
স্রেফ পাঁঠা বলি!
ব্যস সংকট সমাধান!
সর্বোত্তম সমাধান।
আমি কবি কসাই হবো!
হিংস্র কসাই!
জল্লাদ হবো!
কলম হবে ভয়ানক ধারালো অস্ত্র!
দুটি লাশ আর একটি পাঁঠা বলি!
শতাধিক লাশের পরিবর্তে
এই সামান্য ত্যাগ!
সর্বোত্তম সময় এসেছে
এই ত্যাগের!
দেশ মানবতা রক্ষায়
আয়োজন এই যজ্ঞের।