আমি তুমি
কল্পনায় কত ছবি আঁকি
অথচ সবটা তোমার দেয়া
উত্তাপে মরুভূমি।

থেমে গেলে
সূর্যের ঠোঁঁটে রাখা ঊষরতা
গ্রীষ্মের বিদায়ে আসবে বর্ষা
পেখম মেলে।

ভাবি উন্মনে
বর্ষার উদোম ঝরঝর ধারায়
আমাকে ধুয়ে পাঠাবে তুমি
স্থায়ী নির্বাসনে।