রক্তের সাঁকো বেয়ে আনন্দ হয়ে তুমি এলে,
লাখো শহীদের বুক বুলেটে ঝাঁঝরা হয়ে এলে রঙ্গীন উল্লাসে!
লাখো প্রাণ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে তোমাকে পেলাম।
তোমার জন্যে মরিয়া পাগল আমরা।
অবশেষে তুমি এলে বাংলায়!
দুনিয়ার ইতিহাস আজও দেখেনি
এমন বিজয়।